প্রকাশিত : ১০ জুন, ২০২০ ১৪:৩৬

করোনাভাইরাস: পাকিস্তানে একদিনে রেকর্ড মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস: পাকিস্তানে একদিনে রেকর্ড মৃত্যু

পাকিস্তানে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় পাকিস্তানের মৃত্যু রেকর্ড পরিমাণ বেড়েছে। মঙ্গলবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৫ করোনায় মারা গেছে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

সরকারি হিসাবে, একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হওয়ায় এখন পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা ২ হাজার ১৭২ জনে দাঁড়ালো। এর আগে একদিনে সর্বোচ্চ ৯৭ জনের মৃত্যু হয়েছিল পাকিস্তানে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৪৬ জন। সবমিলিয়ে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৩১৬ জন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ইতোমধ্যেই চীন ও সৌদি আরবকে পেছনে ফেলেছে পাকিস্তান। বৈশ্বিক আক্রান্তের দিক দিয়ে পাকিস্তানের অবস্থান এখন ১৫তম।

এদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৩৫ হাজার ১০০ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। দেশটির সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার ৪৫৩ জনের করোনা পরীক্ষা করেছে তারা।

গত মাসের শেষদিকে লকডাউন তুলে নেয় পাকিস্তান সরকার। দেশটিতে করোনা রোগী বৃদ্ধির কারণ হিসেবে এটিকেই দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, যদি এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে আগে থেকেই ধুকতে থাকা পাকিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

উপরে