প্রকাশিত : ১০ জুন, ২০২০ ১৬:৫৭

যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে: ইইউ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে: ইইউ

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে, তাই সমঝোতার সদস্যপদ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার সম্ভব নয় বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তখন তার পক্ষে আর এটির সদস্যপদ ব্যবহার করে কিছুই করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে এটা স্পষ্ট।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে আগামী অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা এই সমঝোতার ধারা ব্যবহার করে ইরানের ওপর ওই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য সাময়িকভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে একতরফাভাবে এই সমঝোতা থেকে বের হয়ে যান।

বোরেল আরো বলেন, ইইউ মনে করে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় পরমাণু সমঝোতা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপরে