প্রকাশিত : ১৪ জুন, ২০২০ ১৪:২৫

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৬০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৬০ জনের মৃত্যু

নাইজেরিয়ার বর্নো প্রদেশে জোড়া জঙ্গি হামলায় কমপক্ষে ২০ জন সেনা ও ৪০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। কয়েকশ’ মানুষ এতে আহত হয়েছেন।

আল জাজিরা জানাচ্ছে, এক সপ্তাহের মধ্যে শনিবার আফ্রিকার দেশটিতে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হামলা বকো হারাম ও এর সহযোগী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স এই হামলা গুলো চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

একদিন আগেই মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে ৮১ জনকে হত্যা করে জঙ্গিরা। তার দুদিন আগে এই বর্নো রাজ্যের একটি গ্রামে আরেকটি হামলায় ৫৯ জনের মৃত্যু হয়।

শনিবারের হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন দুই মানবাধিকার কর্মী এবং তিনজন স্থানীয়।

রয়টার্সকে তারা জানিয়েছেন, বেলা ১১টার দিকে মোটর সাইকেল এবং ট্রাকে করে একটি দল হামলা চালায়। রকেট লঞ্চারসহ অস্ত্রে সজ্জিত ছিল তারা। এ ঘটনায় সেনারা ঘটনাস্থলে মারা যান।

প্রায় তিনঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। হামলায় আহত হওয়া অনেকে হাসপাতালে জায়গা না পেয়ে চিকিৎসা ছাড়াই মারা গেছেন।

উপরে