প্রকাশিত : ২১ জুন, ২০২০ ১৪:৩৯

করোনা আতঙ্কেই নির্বাচনী জনসভা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
করোনা আতঙ্কেই নির্বাচনী জনসভা করলেন ট্রাম্প

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য করোনাভাইরাস মহামারির মধ্যে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্চে দেশটিতে লকডাউনের পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন তিনি। ১৯ হাজার আসনের টুলসার ব্যাংক অব ওকলাহোমা সেন্টারটির অর্ধেকই খালি ছিল। 

যদিও চলতি সপ্তাহে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় দশ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে বলে টুইট করেন ট্রাম্প। 

র‌্যালির মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল জানায় তাদের ছয়জন কর্মী কোভিড-নাইনটিন পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। 

ডোনাল্ড ট্রাম্পের এই জনসভা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সবচেয়ে বড় ইন-হাউজ জনসমাগমের একটি। এই অনুষ্ঠানের কারণে করোনার বিস্তার আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা করা হয়েছে।

আগামী নভেম্বরে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। যেখানে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে লড়বেন জো বাইডেন।

উপরে