প্রকাশিত : ২৪ জুন, ২০২০ ১৫:০৯

আন্তর্জাতিক বাজারে ফের স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধি

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বাজারে ফের স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধি

মহামারি করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত কয়েকদিনের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় বুধবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৭০ ডলার ছাড়িয়েছে।

গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনার কারণে ফেব্রুয়ারিতে স্বর্ণের দাম ১৬৬০ ডলারে উঠে যায়। তবে মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যায়। প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে।

কিন্তু মে মাসে আবারও বাড়ে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৪৮ ডলারে উঠে যায়। এরপর আবার উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও এক সপ্তাহে ফের বেড়েছে স্বর্ণের দাম। আজ  লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১৭৫২ ডলারে উঠেছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করা হয় স্বর্ণকে। এমন পরিস্থিতিতে করোনার কারণে বৈশ্বিক স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ফেব্রুয়ারিতে বাংলাদেশেও বেড়ে যায় স্বর্ণের দাম।

এদিকে আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণ দেখিয়ে হঠাৎ দেশের বাজারে অস্বাভাবিক রকম বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম বেড়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, সনাতন পদ্ধতির ৩ হাজার ৬১৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা।

গতকাল মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। সেক্ষেত্রে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৯ হাজার ৮৬৭ দশমিক ৩৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ৬৬ হাজার ৭১৮ দশমিক শূন্য ৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৭ হাজার ৯৭০ দশমিক ৮০ টাকা।

উপরে