প্রকাশিত : ২৫ জুন, ২০২০ ১৪:২৮

শিগগিরই কোটিতে পৌঁছাবে করোনায় আক্রান্তের সংখ্যা: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক
শিগগিরই কোটিতে পৌঁছাবে করোনায় আক্রান্তের সংখ্যা: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস আধানম বুধবার বলেছেন, আগামী সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটিতে পৌঁছাতে পারে বলে তিনি ধারণা করছেন। ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

টেডরোস এক সংবাদ সম্মেলনে বলেন, করোনার বিস্তার রোধে সৌদি আরব সীমিত পরিসরে হজ করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে তিনি সমর্থন করেন।

এদিকে বিশ্বজুড়ে করোনা রোগী বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন কনসেন্ট্রেটরের স্বল্পতা দেখা দিয়েছে বলে জানান ডব্লিউএইচও’র মহাপরিচালক। করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে অক্সিজেনের প্রবাহ নিশ্চিত করতে এই ডিভাইস ব্যবহার করা হয়। তিনি বলেন, চাহিদার তুলনায় যোগান কম।

অন্যদিকে ডব্লিউএইচও’র ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান ডা. মাইক রায়ান বলেছেন, আমেরিকার বহু দেশে এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি করোনাভাইরাস। কিন্তু তারপরও মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনার ‘তীব্রতা‌’ অনেক।

রায়ান বলেন, সেখানে এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি করোনা, আমি বলবো এখনও পরিস্থিতির বিবর্তন ঘটছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহগুলোতে সেখানে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর পরিমাণ বাড়তে পারে। গত সপ্তাহে এই অঞ্চলের বহু দেশে ২৫-৫০ শতাংশ করোনা রোগী বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উপরে