প্রকাশিত : ২৬ জুন, ২০২০ ১৪:৪৩

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাস্তবের চেয়ে ১০ গুণ বেশি: সিডিসি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাস্তবের চেয়ে ১০ গুণ বেশি: সিডিসি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সরকারি যে হিসেব দেয়া হচ্ছে বাস্তবে তার চেয়ে ১০ গুণ বেশি আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ।

আজ শুক্রবার সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা অনুমান করছি এই মুহূর্তে একজন রোগী শনাক্ত হয়ে থাকলে আক্রান্তের প্রকৃত সংখ্যা আসলে ১০ জন। সেই হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ইতোমধ্যে হয়ত দুই কোটি ছাড়িয়ে গেছে।

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে আরও বলা হয় ড. রবার্ট রেডফিল্ড জানান, স্বাস্থ্য কর্মকর্তারা অনুমান করছেন যাদের করোনার লক্ষণ আছে তাদের পরীক্ষায় বিধিনিষেধ আছে। আবার যাদের লক্ষণ দেখা দেয়নি তাদের তো পরীক্ষাই করা হচ্ছে না। এ কারণেই প্রকৃত আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, মার্চ, এপ্রিল ও মে মাসে আমরা যে পদ্ধতিতে করোনা শনাক্তের চেষ্টা করেছি, তাতে সম্ভবত মাত্র ১০ শতাংশ রোগীকে চিহ্নিত করতে পেরেছি আমরা।

তিনি আরো বলেন, আমাদের ধারণা এখন পর্যনর্ত জনগণের শতকরা ৫ থেকে ৮ ভাগের ক্ষেত্রে এই ভাইরাস দৃশ্যমান হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ২৪ লাখ ২২ হাজার ৩১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৪১৬ জন।

উপরে