প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০ ১৫:৫৫

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাই গ্রেপ্তার

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাইকে গ্রেপ্তার ও তার পত্রিকার অফিসগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে আতাতের অভিযোগ আনা হয়েছে।

গত জুনে জারি করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। নতুন আইনে বিচ্ছিন্নতাবাদ, কেন্দ্রীয় সরকারের পতন, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিরোধী বিদেশি শক্তির সঙ্গে আঁতাতমূলক যেকোনো কাজ শাস্তিযোগ্য অপরাধ ।

গেল বছর হংকংয়ে শুরু হওয়া সবচেয়ে বড় গণতন্ত্রপন্থি আন্দোলনের সময় তাতে সমর্থন দেন বেইজিংয়ের কড়া সমালোচক ৭১ বছর বয়সী জিমি লাই। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান মিডিয়া প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের মালিক।

উপরে