প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৫:০১

ভারতে একদিনে করোনা শনাক্ত ৬৭ হাজার, মৃত্যু ৯৪২

অনলাইন ডেস্ক
ভারতে একদিনে করোনা শনাক্ত ৬৭ হাজার, মৃত্যু ৯৪২

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪২ জন মারা গেছেন।   দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪৭ হাজার ৩৩ জন।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৬৬ হাজার ৯৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৮ হাজার ৬৫০ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ২৭৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৫৩ জন।

উপরে