প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০ ১৫:১৪

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার
বিশ্বে একদিনে করোনায় মারা গেছে ৬ হাজার ৬শ ৫১জন। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো সাত লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত হয়েছে দুই লাখ ৭৫ হাজারের বেশি। এ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৭৯ লাখের বেশি।

ভারতে একদিনে সর্বোচ্চ ৬৭ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত প্রায় ২৪ লাখ। আর মোট মৃতের সংখ্যা ৪৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকলেও অঙ্গরাজ্যগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা করছে।

হোয়াইট হাউজ স্কুলগুলোতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। তবে তা বাধ্যতামূলক করেনি। এদিকে ফ্লোরিডায় মার্টিনের এক প্রাথমিক বিদ্যালয় খোলার একদিন পরই সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

ওই স্কুলের এক শিক্ষার্থীর করোনা উপসর্গ দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রাজিলে মোট শনাক্ত ৩১ লাখ ৭০ হাজারের বেশি। মোট মৃত্যু ছাড়িয়েছে এক লাখ। রাশিয়ার করোনা শনাক্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। 

উপরে