প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৮

ভারতে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ

অনলাইন ডেস্ক
ভারতে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ

ভারতে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল। এরমধ্যে ২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত হয়েছে ৮৭ হাজার ১১৫ জন। নতুন করে এক হাজার ৬৬ জনসহ দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ হাজারের বেশি। শুক্রবার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ এই পাঁচ রাজ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ মানুষ। দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৯২ হাজার মানুষ। ব্রাজিলের নতুন করে ৪৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৪১ লাখ। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ২৫ হাজারের বেশি।

এদিকে তিন মাসের মধ্যে প্রথম করোনায় মৃত্যুর কথা জানিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডের্ন আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডে করোনা সর্তকতা জারি করেছেন।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৮ লাখ ৭৮ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ। এরমধ্য সুস্থ হয়েছেন এক কোটি ৮৮ লাখে বেশি মানুষ।

উপরে