প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৬

মালিতে গেরিলাদের হামলায় ১০ সেনা নিহত

অনলাইন ডেস্ক
মালিতে গেরিলাদের হামলায় ১০ সেনা নিহত

আফ্রিকার দেশ মালিতে গেরিলাদের হামলায় দেশটির ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার মৌরতানিয়ার সীমান্তে টহলরত সেনাদের ওপর অতর্কিত হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।

মালিতে গত ১৮ আগস্ট সেনা অভ্যুত্থানের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার এটি তৃতীয় ঘটনা।

এদিকে ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানে ফ্রান্সের দুই সেনা নিহত হয়েছেন।

মালিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।

মালিতে ২০১২ সাল থেকে গেরিলারা সহিংসতা চালিয়ে আসছেন এবং দেশটির বেশিরভাগের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতে। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ফ্রান্স ২০১৩ সালে মালিতে সেনা পাঠায়। সেখানে এ পর্যন্ত ৪৫ ফরাসি সেনা নিহত হয়েছেন।

খবর এএফপির।

উপরে