প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৮

ইতালি প্রবেশে বাংলাদেশসহ ১৭ দেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

অনলাইন ডেস্ক
ইতালি প্রবেশে বাংলাদেশসহ ১৭ দেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

ইতালি জুড়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নতুন করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৭টি দেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর থেকে আরো ৩০ দিন বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগেকার অনুরোধের প্রেক্ষিতে নতুন নোটিশ টু এয়ারম্যান (নোটাম) ইস্যু করেছে যা ইউরোপিয়ান স্টান্ডার্ড টাইম ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৩ মিনিট থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত নিষেধাজ্ঞার আলোকে আপডেটেড নোটাম পরে ইস্যু হবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশসমূহের করোনা পরিস্থিতি বিবেচনায় এনে কালো তালিকা যে কোনো সময় রিভিউ করার সম্পূর্ণ এখতিয়ার ইতালীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, লকডাউন প্রত্যাহার করা হলেও বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করোনা আক্রান্ত অনেক প্রবাসী ইতালিতে ফেরেন। করোনার সংক্রমণ বাড়ায় অন্যান্য দেশের সঙ্গে কালো তালিকাভুক্ত হয় বাংলাদেশও। গত মার্চে করোনার কারণে লকডাউন শুরু হলে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরে আটকা পড়েন।

উপরে