প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩০

পশ্চিমা সীমান্ত বন্ধের ঘোষণা বেলারুশের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক
পশ্চিমা সীমান্ত বন্ধের ঘোষণা বেলারুশের প্রেসিডেন্টের
পশ্চিমা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো । এছাড়াও দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
 
প্রাথমিকভাবে পোল্যান্ড ও লিথুনিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছেনে বেলারুশের পেসিডেন্ট। তবে ইউক্রেনের সীমান্ত জোরদার করা হবে বলে জানান তিনি। টানা ছয় সপ্তাহ ধরে বেলারুশে চলমান সরকারবিরোধী আন্দোলনে পশ্চিমাদের উস্কানি রয়েছে বলে মনে করেন লুকাশেনকো । যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও লুকাশেনকোর সমালোচনা করেছেন।

গত ৯ই আগস্টের বিতর্কিত নির্বাচনে টানা ২৬ বছর ক্ষমতায় থাকা লুকাশেনকো আবারও বিপুল ভোটে বিজয়ী ঘোষণার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে বেলারুশে। প্রতিবেশী আরেক দেশ লাটভিয়া সীমান্তে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না এদিন সে বিষয়ে কিছু জানাননি রাশিয়া সমর্থিত এ নেতা।

উপরে