প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১০

অস্ট্রেলিয়ায় আটকা পড়া ৩৮০ তিমির মৃত্যু

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় আটকা পড়া ৩৮০ তিমির মৃত্যু
অস্ট্রেলিয়ার দ্বীপরাজ্য তাসমানিয়ার উপকূলে আটকা পড়া ৩৮০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। ম্যাকোয়ার হারবারে নতুন করে আরো দুইশ তিমি আটকে পড়ায় মোট তিমির সংখ্যা দাঁড়ায় ৪৭০টিতে।

অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে বিভিন্ন সময়ে তিমি আটকে পড়লেও এবারের সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ। গত তিনদিন ধরে এসব  তিমি উদ্ধারে কাজ করছেন সমুদ্রবিজ্ঞানী, পরিবেশকর্মী ও উদ্ধারকর্মীরা। ৫০টি তিমিকে উদ্ধার করে পানিতে ফেরত পাঠানো হয়েছে। এখনো ৩০টির মতো তিমি জীবিত রয়েছে। তাদের উদ্ধার করে পানিতে ফেরানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

এর আগে, ২০০৯ সালে তাসমানিয়া উপকূলে প্রায় দুইশ' এবং ১৯৩৫ সালে ২৯৪টি তিমি আটকা পড়ে। এছাড়া ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আটকে যায় ৩২০টি তিমি।

উপরে