প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ২১:০৫

ইয়েমেনে হুথিদের হামলায় নারী-শিশুসহ নিহত ৬২

অনলাইন ডেস্ক
ইয়েমেনে হুথিদের হামলায় নারী-শিশুসহ নিহত ৬২

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৪৩ জনেরও বেশি লোক।দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-হুদায়দা প্রদেশে গত কয়েক মাস ধরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলে আসছে সৌদি নেতৃত্বাধীন জোটের। দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদিতে আশ্রয়ে আছেন। এরপর থেকেই ক্ষমতার লড়াই যুদ্ধ চলছে ইয়েমেনে। তাকে ক্ষমতায় বসাতে দীর্ঘদিন ধরে হুথিদের সঙ্গে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।দীর্ঘ পাঁচ বছরের সংঘাতে বহু মানুষের রক্ত ঝড়েছে। সংঘাতের কারণে স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেন।জাতিসংঘের মধ্যস্থতায়, হুথি এবং হাদি সমর্থিত প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফায় বৈঠকের পরও কোন সুরাহা হয়নি। হুথিদের সমর্থন দিয়ে আসছে ইরান।

উপরে