প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০ ১৪:৫৫

বাইডেনের হয়ে ভোট চাইলেন গ্রেটা থানবার্গ

অনলাইন ডেস্ক
বাইডেনের হয়ে ভোট চাইলেন গ্রেটা থানবার্গ

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে ভোট দেওয়ার আবেদন জানালেন গ্রেটা থানবার্গ। ‘‌ফ্রাইডেস ফর ফিউচার’‌ জলবায়ু আন্দোলনের নেত্রী টুইটারে মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেন, ‌আমি রাজনীতির আঙিনায় ঢুকতে চাই না। কিন্তু এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো লিখেছেন, অন্তত জলবায়ু আন্দোলনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি জানি, আপনাদের নিজস্ব পছন্দ-অপছন্দ রয়েছে। কিন্তু তার পরেও বলব, একজোট হোন এবং প্রত্যেকে বাইডেনকে ভোট দিন।

আগে থেকেই ট্রাম্পের সম্পর্কে সম্পর্ক ভালো নয় গ্রেটার। তার ভাষণে একসময় ট্রাম্পের অস্বস্তি বেড়েছিল। সে কথা ট্রাম্প নিজেই টুইটারে ব্যক্ত করে ফেলেছিলেন।

ট্রাম্প লিখেছিলেন, ‌রাগটা একটু কমাও গ্রেটা। দরকারে বন্ধুর সঙ্গে পুরনো সিনেমা দেখতে যাও। শান্ত হও গ্রেটা, শান্ত হও।

অন্যদিকে গ্রেটার সঙ্গে দেখা করেছেন বাইডেন। জলবায়ু আন্দোলনে নিজেকে সামিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।‌ সে কারণে জো বাইডেনকে চান গ্রেটা।

সূত্র : রয়টার্স

উপরে