প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০ ১৪:৫৬

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির স্কুল বন্ধ থাকবে: মণীশ সিসোদিয়া

অনলাইন ডেস্ক
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির স্কুল বন্ধ থাকবে: মণীশ সিসোদিয়া

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া।

বুধবার ভারতের দিল্লিতে একটি অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া আরো জানান, অভিভাবকরাও নিয়মিত ক্লাস শুরু করার পক্ষে নন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মণীশ সিসোদিয়া বলেন, ‘‘আমরা পিতা-মাতার কাছ থেকে মতামত জানতে চাইলে তারা জানায়, স্কুলগুলো পুনরায় চালু করা হলে কতটা নিরাপদ থাকবে তা নিয়ে তারা সত্যই উদ্বিগ্ন। যেখানেই স্কুলগুলো চালু হয়েছে সেখানেই করোনাভাইরাসে শিশুরা বেশি আক্তান্ত হয়েছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এখন জাতীয় রাজধানীর স্কুলগুলো আবার চালু হবে না, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ থাকবে।’’

মার্চ মাসের ১৬ তারিখ থেকে সারাদেশে বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলো বন্ধ রয়েছে এবং ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন করা হয়েছিল।

এর আগে দিল্লি সরকার ঘোষণা করেছিল যে, স্কুলগুলো ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

উপরে