প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ১৩:৩২

ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন আসছে

অনলাইন ডেস্ক
ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন আসছে

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি মনে করছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে করোনাভাইরাসের নিরাপদ ও কার্যকর টিকা পাওয়া যাবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার টুইটার ও ফেসবুকে লাইভ চ্যাটে তিনি এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউচি বলেছেন, করোনার টিকা তৈরিতে সামনের সারিতে থাকা যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার ইনকরপোরেশনের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, টিকা নিরাপদ ও কার্যকর কিনা ডিসেম্বরের কোনও এক সময়ে মার্কিনিরা তা জেনে যাবেন।

ফাউচি বলেছেন, প্রথম অন্তর্বর্তীকালীন ফলাফল আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাওয়ার আশা করছি।

তিনি আরো জানান, বিশেষভাবে বলতে গেলে করোনার প্রথম ডোজের টিকাগুলো উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে দেওয়ার আশা করা যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিন্সের সঙ্গে কথোপকথনের সময় ফাউচি এসব মন্তব্য করেন।

উপরে