প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১ ১৫:৪৩

ইকুয়েডর নির্বাচনে চমকপ্রদ জয় পেলেন ব্যাংকার লাসো

অনলাইন ডেস্ক
ইকুয়েডর নির্বাচনে চমকপ্রদ জয় পেলেন ব্যাংকার লাসো

প্রাক্তন ব্যাংকার গিলারমো লাসো ইকুয়াডোরিয়ান রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন।

গত বছর করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তেল রফতানিকারক দেশটির অর্থনীতি এখন দুর্বল। মহামারীতে ১৭ মিলিয়নেরও বেশি জনসংখ্যার এক তৃতীয়াংশকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে এবং অর্ধ মিলিয়ন মানুষকে বেকার করে দিয়েছে। তাই ইকুয়াডোরিয়ানরা পরিবর্তন এবং ভালো দিনের আশায় ভোট দিয়ে লাসোকে নির্বাচিত করেছেন।

ল্যাটিন আমেরিকার আল জাজিরার সম্পাদক লুসিয়া নিউম্যান বলেছেন, লাসো দেশকে একত্রিত করতে পারে এমন একজন পিতৃ ব্যাক্তিত্ব চরিত্রে নিজেকে চিত্রিত করার পর ইকুডোরিয়ানরা লাসোকে সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলো বলে মনে হয়েছিলো।

এদিকে, জাতীয় নির্বাচনী কাউন্সিলের প্রকাশিত পরিসংখ্যান আনুসারে ব্যালটে ৯৭ শতাংশ ভোটের মধ্যে ৫২.৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি এবং নির্বাচন কাউন্সিলের পরিসংখ্যানে ১.৬ মিলিয়ন না ভোট দেখা গিয়েছে, এটি সম্ভবত আদিবাসী কর্মী ইয়াকু পেরেজ সমর্থকদের ব্যালট নষ্ট করার ফলাফল ছিলো।

উল্লেখ্য, পেরেজ ফেব্রুয়ারীতে প্রথম দফার ভোটে অংশ নিয়েছিলেন এবং লাসোর কাছে হেরে গিয়েছেন।

উপরে