প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২২

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক
ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো কোয়ারেন্টিনে

দেশে ফিরে বুধবার কোয়ারেন্টিনে চলে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা করোনাক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেন বোলসোনারো।

স্বাস্থ্যমন্ত্রী করোনাক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান হেলথ অথরিটি এজেন্সি (এএনভিআইএসএ) জাইর বোলসোনারো এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিনিধিদলে তার সঙ্গে যারা ছিলেন, তাদের আইসোলেশনে যাওয়ার অনুরোধ করে। 

এর পর ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদলের সবাই পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগের দিন মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনাক্রান্ত হন। এর পর তাকে নিউইয়র্কের একটি হোটেলে কোয়ারেন্টিনে যেতে হয়।

এর আগে ব্রাজিলের প্রতিনিধিদলের অপর এক সদস্য করোনাক্রান্ত হন।

খবর: আনাদোলু

উপরে