প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২ ১৫:১৩

যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যা, সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যা, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কি শহরে চার জন মুসলিমকে হত্যার ঘটনায় 'প্রাথমিক সন্দেহভাজন' এক জনকে আটক করেছে পুলিশ। বিবিসি জানিয়েছে, স্থানীয় পুলিশ প্রধান হ্যারল্ড মেদিনা বিষয়টি জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটক ওই সন্দেহভাজনের নাম মুহাম্মদ সাঈদ। তিনি পেশায় গাড়িচালক।

৫১ বছর বয়সী সাঈদকে গত সোমবার আটক করা হয়েছে।  

সাঈদের বিরুদ্ধে আলবুকার্কি শহরে নিহত চার মুসলিমের মধ্যে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে। অন্য দুজনকে হত্যার ক্ষেত্রেও তাকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বাপারে তদন্ত চলছে।

নিহত চার জনের মধ্যে প্রথম জন গত বছরের নভেম্বরে খুন হন। তারপর গত দুই সপ্তাহে আরো তিনজন খুন হন।

পুলিশ বলছে, তারা গাড়ি ট্র্যাক করে সাঈদকে আটক করেছে। আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তির বাসা থেকে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আলবুকার্কির মেয়র টিম কেলার এক বিবৃতিতে বলেছেন, দ্রুত পদক্ষেপ সাম্প্রতিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়া মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে।

সূত্র: বিবিসি।

উপরে