প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩

শেরপুরে সাহিত্য চক্রের পাক্ষিক অধিবেশন ও প্রকাশনা উৎসব কাব্যগ্রন্থ ‘দূর বহুদূর’ বইয়ের মোড়ক উন্মোচন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে সাহিত্য চক্রের পাক্ষিক অধিবেশন ও প্রকাশনা উৎসব কাব্যগ্রন্থ ‘দূর বহুদূর’ বইয়ের মোড়ক উন্মোচন

বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন শেরপুর সাহিত্য চক্রের পাক্ষিক অধিবেশন ও প্রকাশনা উৎসব গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরেরর টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই সাহিত্য চক্রের সভাপতি ম-লীর সদস্য বর্ষীয়ান কবি মুহম্মদ রহমতুল বারীর লেখা ১৪তম কাব্যগ্রন্থ ‘দূর বহুদূর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাহিত্য চক্রের সভাপতি ম-লীর সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাহিত্য চক্রের আহবায়ক সুলতান মাহমুদ রনির সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বেলাল হোসেন।

এছাড়া অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, ডাঃ আমিরুল হোসেন  চৌধুরী, কবি আব্দুস সামাদ। বক্তারা কাব্যগ্রন্থ ‘দূর বহুদূর’ বইয়ের লেখক মুহম্মদ রহমতুল বারীর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। এদিকে সাহিত্যচক্রের পাক্ষিক অধিবেশনে ছোট গল্প পাঠ করেন সুব্রত ঠাকুর, কবিতা পাঠ করেন আফরোজা নার্গিস সাথী, মোখলেছুর রহমান আরজু, বিশ্বজিৎ চৌধুরী, জাহানারা বেগম, নুশরাত ফারহানা, আবু সাঈদ ফকির, পংকজ সাহা, মামুনর রশিদ চৌধুরী, মানস মানিক, হাফিজুর রহমান, আল মাহমুদ সরকার জুয়েল ও গোলাম কিবরিয়া খাঁন।

উপরে