প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০ ১৩:০৫

আজ কবি ফররুখ আহমেদ’র ৪৬তম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক
আজ কবি ফররুখ আহমেদ’র ৪৬তম মৃত্যুবার্ষিকী

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে; অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি- বিখ্যাত এই কবিতাটি আজও সাহিত্য প্রেমীদের হৃদয়ে চির অম্লান হয়ে হয়ে রয়েছে।

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ১৯ অক্টোবরএই দিনে কবি ঢাকাতে মৃত্যুবরণ করেন । কবিকে ঢাকাতেই সমাহিত করা হয়। কবি জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে ।

এ উপলক্ষে আজ বিকালে কবির বাড়ির সামনে মাঝাইল ঈদগা মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাগুরা জেলা প্রশাশক ডক্টর আশরাফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

কবি ফররুখ আহমেদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে সিরাজাম মুনিরা ,নৌফেল ও হাতেম ,সাত সাগরের মাঝি, উল্লেখযোগ্য ।

তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদক ও মরণোত্তর একুশে পদক লাভ করেন ।

উপরে