প্রকাশিত : ২০ জুন, ২০২১ ১৬:১৯

বগুড়ার শেরপুরে ‘নীল নির্জন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ‘নীল নির্জন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ার শেরপুরে তরুণ কবি আবু সাঈদ ফকিরের লেখা ‘নীল নির্জন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বিকেলে  পৌরশহরের হাসপাতাল রোডস্থ আল-রাজী ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রন্থটির প্রকাশক ও কাব্য প্রকাশনীর সত্ত্বাধিকারী নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল।

সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাকের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে অন্যদের শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামিম আরা বেগম, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান নিলু, সাধারণ সম্পাদক সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান, জাতীয় দৈনিক কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল হান্নান রোকন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা ‘নীল নির্জন’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

 

উপরে