প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ২০:৪৫

আবারও ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়,এবার মহাসেন

অনলাইন ডেস্ক
আবারও ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়,এবার মহাসেন

ফণীর রেশ এখনও কাটেনি৷ তারই মাঝে আবার ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মহাসেন৷ আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে প্রবল ঝড়বৃষ্টি আছড়ে পড়বে বলেই সতর্কতা জারি করা হয়েছে৷বাংলাদেশ উপকূল হয়ে আছড়ে পড়তে পারে মায়ানমারেও।আবহাওয়াবিদদের দাবি, ক্রমশই চোখ রাঙাচ্ছে আরও এক ক্রান্তীয় ঘূর্ণিঝড় মহাসেন। তার প্রভাব পড়বে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে বজ্রপত-সহ ঝড় ও প্রবল বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খেপুপারা এবং টেকনাফের মধ্যে দিয়ে মহাসেন মায়ানমারে প্রবেশ করবে।

উপরে