প্রকাশিত : ৬ জুন, ২০১৯ ১৬:০৩

এটিএম বুথে নেই টাকা,দুর্ভোগে গ্রাহক

অনলাইন ডেস্ক
এটিএম বুথে নেই টাকা,দুর্ভোগে গ্রাহক

ঈদের ছুটি শুরুর দুদিনের মাথায় অধিকাংশ ব্যাংকের এটিএম বুথে গিয়ে টাকা তুলতে পারেননি গ্রাহকরা।যদিও বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে।আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে এটিএম বুথ পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।

বিভিন্ন ব্যাংকের বুথে গিয়েও মেশিন থেকে কোনো টাকা বের করতে পারেননি গ্রাহকরা। টাকা না পেয়ে গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন। অনেকে আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।রাজধানীসহ দেশের বিভিন্ন এটিএম বুথে টাকার সংকট তৈরি হয়েছে ঈদের দিন বিকেল থেকেই। বেশ কয়েকজন গ্রাহক এই প্রতিবেদককে ফোন করে এটিএম বুথে টাকা না থাকার বিষয়টি জানান।ঈদের ছুটি বৃহস্পতিবার শেষ হলেও গ্রাহকদের এটিএম বুথে টাকার সংকট কাটতে আরও দু’দিন লাগবে বলে জানা গেছে। ঈদের ছুটির পরেই শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে বিভিন্ন ব্যাংক এটিএম বুথে টাকা দিতে পারবে না। ফলে গ্রাহকদের ভোগান্তি এখনই শেষ হচ্ছে না।

উপরে