প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ২০:৫৮

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না : অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসপত্রের দাম বাড়তে পারে, তেমন কোনো উপকরণ অন্তর্ভুক্ত করিনি। এটা দেশবাসীকে অবহিত করাটা প্রয়োজন মনে করছি।’অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের সরকারের কর রাজস্ব ও বার্ষিক সম্ভাব্য অর্থপ্রাপ্তির ওপর কথা বলবো। আমাদের মূলনীতি হচ্ছে, রাজস্ব আহরণ বাড়াতে হবে। তবে সেটি করের হার বাড়িয়ে নয়। বরং সেটি করতে হবে করের আওতা বিস্তৃত করে। এ কাজটি করার লক্ষ্যে দেশের সকল উপজেলা, প্রয়োজনে গ্রোথ সেন্টারগুলোতে প্রয়োজনীয় জনবল ও সহায়ক অবকাঠামোসহ রাজস্ব অফিস স্থাপন করবো।’

উপরে