প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:৫১

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েই চলছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশে বিদেশি বিনিয়োগ বেড়েই চলছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করায় বিদেশি বিনিয়োগ আশানুরূপভাবে বেড়ে চলেছে। বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে ব্যবসা করে তাদের লাভের অংশ নিজ দেশে নিয়ে যেতে পারছে। কাউকে কোনো লোকসান গুনতে হচ্ছে না।’আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকেবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। অনেকেই বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। অনেক বিনিয়োগকারী আমাদের কিছুকিছু ক্ষেত্রে আরো উন্নতি করার পরামর্শ দেয়। আমরা তাদের পরামর্শ অনুযায়ী বিদ্যমান যে সমস্যা রয়েছে তা কাটিয়ে উঠতে কাজ করছি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের উৎপাদিত অনেক পণ্য রয়েছে, যেগুলো প্রসেসিং করে আমরা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি। কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা রপ্তানিকারকদের প্রণোদনা দিচ্ছি, যাতে বিনিয়োগকে আরো আকৃষ্ট করা যায়।’প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক প্রবাসী দেশে জায়গা কিনে টাকা বিনিয়োগ করেন। তাদের কেউ কেউ জায়গা জমি কিনে ঝামেলায়ও পড়েন। কাজেই তাদের উচিত জমি কেনার আগে একটু ভালো ভাবে জমির কাগজপত্র দেখে নেওয়া।’

উপরে