প্রকাশিত : ১৯ জুন, ২০১৯ ১৫:১২

ইভিএম মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব: বগুড়ায় প্রধান নির্বাচন কমিশনার

ষ্টাফ রিপোর্টার
ইভিএম মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব: বগুড়ায় প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ইভিএম মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করা সম্ভব। এখানে ভুল ক্রটির সুযোগ নাই। ইভিএম এ ভোট গ্রহন করা হলে সেখানে অনিয়ম, কারচুপি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্বাচন গুলোতেও ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হরে।

আজ বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মলনে কক্ষে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর, রাজশাহী রেঞ্জ এর ডিআইজি এ.কে.এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক ফয়েজ আহমেদ সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

উপরে