প্রকাশিত : ২ জুলাই, ২০১৯ ১২:৪৯

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ

জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানী ঢাকায় হবে থানায় থানায় প্রতিবাদ বিক্ষোভ অথবা মিছিল।

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘মানুষের জীবন-জীবিকা, মানুষের জীবন নির্বাহ এগোলেও সরকার তার রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে আঘাত অব্যাহত রেখেছে। মিডনাইট সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ ১০ বছরে গ্যাসের দাম ছয়বার বাড়িয়েছে। মূলত ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজনদের লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। 

তিনি আরো বলেন, এ প্রভাব কৃষিতে, শিল্পে, বিদ্যুতে, পরিবহনসহ সর্বত্র পড়বে। এতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সীমিত আয়ের লোকজন। আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

উপরে