প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯ ১৪:৫১

চলতি বছরেই ২১ আগস্ট গ্রেনেড হামলার শুনানি হাইকোর্টে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
চলতি বছরেই ২১ আগস্ট গ্রেনেড হামলার শুনানি হাইকোর্টে: আইনমন্ত্রী

এ বছরেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি হাইকোর্টে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলার পেপারবুক আগামী চার মাসের মধ্যে তৈরির পর এ বছরই হাইকোর্টে শুনানি শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিচারিক আদালত যদি কাউকে ফাঁসি দেন তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী সেই মামলা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্ট ডিভিশনে চলে যায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলা; এখানে রায়ে কিছুসংখ্যক আসামির ফাঁসি হয়েছে, কিছু সংখ্যক আসামির যাবজ্জীবন হয়েছে। ফাঁসি হওয়ার কারণে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে চলে গেছে।’

আনিসুল হক বলেন, ‘আমি এইটুকু বলতে পারি, এই মামলার পেপারবুক তৈরি হওয়ার জন্য যে আনুষঙ্গিক কার্যক্রম, সেটা শুরু হয়ে গেছে।’

উপরে