প্রকাশিত : ৬ অক্টোবর, ২০১৯ ১৩:২৩

রিফাত হত্যা মামলায় আরো ৪ আসামির আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
রিফাত হত্যা মামলায় আরো ৪ আসামির আত্মসমর্পণ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আরো চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার সকালে বরগুনা নারী ও শিশু আদালতে তারা আত্মসমর্পন করেন।

চার্জশিটভুক্ত ওই চার আসামির আত্মসমর্পণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আত্মসমর্পণ করা ওই চার আসামি হলেন- রিফাত হাওলাদার, প্রিন্স মোল্লা ও আবু আব্দুল্লাহ রায়হান এবং মোহাইমিনুল ইসলাম সিফাত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় বর্তমানে পলাতক রয়েছেন আরও চার আসামি। তারা হলেন- মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মুছা, হাসান এবং কিশোর অভিযুক্ত সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, নাইম। আর এ মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপরে