প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:৩৮

নতুন সড়ক আইন প্রয়োগ আগামী সপ্তাহ থেকে

অনলাইন ডেস্ক
নতুন সড়ক আইন প্রয়োগ আগামী সপ্তাহ থেকে

নতুন সড়ক পরিবহন আইনের (২০১৮) প্রয়োগ হবে আগামী সপ্তাহ থেকে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথা জানিয়ে বলেছেন, আপাতত জরিমানা ও পুরানো স্লিপের মাধ্যমে ট্রাফিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘কিছু টেকনিক্যাল সমস্যার কারণে পয়লা নভেম্বর থেকে এ আইন কার্যকর করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ সেভাবেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন কার্যকরে সক্রিয় ভূমিকা পালন করবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নে কমিশনার বলেন, ‘আপাতত আমরা এই আইন পরিচালনা করব পুরনো নিয়মে। গাড়ির ফিটনেস, কাগজপত্র সঠিক না থাকলে জরিমানা করা হবে। একই সঙ্গে আগে যেভাবে মামলা করা হতো সেভাবেই মামলা পরিচালনা করা হবে।’

উপরে