প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১০:২৩

ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে খোকার পরিবার

অনলাইন ডেস্ক
ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে খোকার পরিবার

ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে না ফেরার দেশে পাড়ি দেয়া বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পরিবার। 

স্থানীয় সময় সকালে খোকার বড় ছেলে ইশরাক হোসেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট থেকে আবেদনপত্র সংগ্রহ দুপুরের পরই তা জমা দেন। 

বাবার মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইশরাক গণমাধ্যমকে বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার রাতেই এমিরেটস-এর একটি বিমানে বাবার মরদেহ বাংলাদেশে নিয়ে যাবো। আমার মা সঙ্গে যাবেন।’

এসময় দেশবাসীর কাছে মরহুম বাবার জন্য দোয়া চান ইশরাক। 

ট্রাভেল পারমিটের ব্যাপারে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের পারপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান মো. শামীম হোসেন বলেন, ‘ট্রাভেল পারমিটের জন্য আবেদন করা হয়েছে। আমরা খোকার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটি ভালোভাবে করে দেবো। এ নিয়ে আমরা ঢাকায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত কথা বলছি। পুরো বিষয়টি তদারকি করছেন আমাদের কনসাল জেনারেল।

এদিকে মঙ্গলবার রওনা দিলে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে খোকার মরদেহ বাংলাদেশে পৌঁছুতে পারে।

বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা।

উপরে