প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৪:৪৬

মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষায় সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হারে যা ৭৬ দশমিক ০৫ শতাংশ।

প্রকাশিত ফল মঙ্গলবার বিকেল ৫ টার পর যেকোনো মোবাইল নম্বর থেকে NU <স্পেস> MF <স্পেস> রোল নম্বর  লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.ac.bd I  www.nubd.info) ফল জানা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপরে