প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ১৪:৪৯

জাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা

অনলাইন ডেস্ক
জাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে অন্তত শতাধিক ছাত্রলীগ সদস্য মিছিল নিয়ে এসে এই হামলা চালায়।

তাৎক্ষণিকভাবে আহতদের জাবি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছে। এ সময় তারা উপাচার্যের পক্ষে ও শিবিরবিরোধী স্লোগান দিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জুয়েল রানা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে, তারা শিবিরের কর্মী। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে বের করার আহ্বান জানাই।

উপরে