প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৫১

মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে স্বাধীন দেশ : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে স্বাধীন দেশ : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে যুদ্ধ, মুজিব মানে স্বাধীনতা, মুজিব মানে একটি স্বাধীন দেশ। আসুন আমরা শেখ মুজিবের আদর্শে সুন্দর দেশ গড়ি।

আজ শনিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার নয়াবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে একটি স্বাধীন দেশ।

পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ।

উপরে