প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩০

উত্তর-দক্ষিণে কাউন্সিলর হলেন যারা

অনলাইন ডেস্ক
উত্তর-দক্ষিণে কাউন্সিলর হলেন যারা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলদের নাম ঘোষণা হয়েছে।

উত্তরের ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন এবং ১৮টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আর ঢাকা দক্ষিণে ৭৫টি সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করেছেন।

বিজয়ী কাউন্সিলরদের নাম...

উত্তরে জয়ী যারা: ওয়ার্ড-১ -: আফসার উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪ -: জামাল মোস্তফা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ -: দেওয়ান আব্দুল মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১২ -: মুরাদ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৪ -: হুমায়ূন রশিদ জনি (স্বতন্ত্র), ওয়ার্ড-১৫ -: সালেক মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৬ -: মতিউর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৮ -: জাকির হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৯ -: মফিজুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২০ -: মো. নাছির (আওয়ামী লীগ), ওয়ার্ড-২১ -: মাসুম গণি তাপস (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২ -: লিয়াকত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩ -: শাখাওয়াৎ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪ -: শফিউল্লাহ শফি (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৫ -: আব্দুল্লাহ আল মঞ্জুর (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৯ -: সলিমুল্লাহ সলু (স্বতন্ত্র), ওয়ার্ড-৩০ -: আবুল কাশেম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩১ -: শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি), ওয়ার্ড-৩২ -: সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩ -: আসিফ আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৫ -: মোক্তার সরদার (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৬ -: তৈমুর রেজা খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭ -: জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ -: শেখ সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ -: শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ -: নজরুল ইসলাম ঢালী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১ -: ডা. মতিন (স্বতন্ত্র), ওয়ার্ড-৪২ -: আইয়ুব আনসার মিন্টু (স্বতন্ত্র), ওয়ার্ড-৪৯ -: আনিসুর রহমান নাইম (স্বতন্ত্র), ওয়ার্ড-৫০ -: ডিএম শামীম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৩ -: নাসির উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৪ -: জাহাঙ্গীর হোসেন যুবরাজ (আওয়ামী লীগ)।

দক্ষিণে বিজয়ী যারা: ওয়ার্ড-৪ -: মো. জাহাঙ্গীর হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৯ -: মো. মোজাম্মেল হক (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ -: মির্জা আসলাম আসিফ (বিএনপি), ওয়ার্ড-১৪ -: ইলিয়াসুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৫ -: রফিকুল ইসলাম বাবলা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭ -: মো. আব্দুুর রহমান মিয়াজী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ -: আহমেদ ইমতিয়াজ মন্নাফী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ -: রোকন উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ -: আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৯ -: বাদল সরদার (বিএনপি), ওয়ার্ড-৫০ -: মাসুম মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫১ -: কাজী হাবিবুর রহমান (আওয়ামী লীগ)।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

নির্বাচনে দুই সিটি করপোরেশনে ভোটার ছিলেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

আর ঢাকা দক্ষিণে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

উপরে