প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৯

আবুধাবি যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক
আবুধাবি যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আগামী ৯ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড আরবান ফোরামে   ‘সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রায়ন ও অর্থায়নে জাতীয় কৌশল: চ্যালেঞ্জ ও ভালো উদাহরণ’ বিষয়ে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিবেন গণপূর্তমন্ত্রী।

পরে ‘ভয়েসেস ফ্রম সিটিস’, ‘নেটওয়ার্কিং ইভেন্ট’-সহ ফোরামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন মন্ত্রী। আগামী ১৩ ফেব্রুয়ারি গণপূর্তমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, ‘সিটিস অব অপরচুনিটিস-কানেক্টিং কালচার অ‌্যান্ড ইনোভেশন’ থিম নিয়ে ৮-১৩ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড আরবান ফোরামের দশম সেশন আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। ইউএন-হ্যাবিটেটের আয়োজনে নগরসমূহের চ্যালেঞ্জের ওপর অন্যতম অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সভা হচ্ছে ওয়ার্ল্ড আরবান ফোরাম।

টেকসই নগরায়নের জন্য অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক উন্মুক্ত বিতর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে টেকসই নগর উন্নয়নে সমন্বিত জ্ঞানের প্রসার, টেকসই নগরায়নের অগ্রসরতায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্দেশ্য।

উপরে