প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৮

২০২৫ সালের মধ্যে বন্ধ হবে ক্ষতিকর ইটভাটা : শাহাব উদ্দিন

অনলাইন ডেস্ক
 ২০২৫ সালের মধ্যে বন্ধ হবে ক্ষতিকর ইটভাটা : শাহাব উদ্দিন

পরিবেশের জন্য ক্ষতিকর সব ইটভাটা ২০২৫ সালের মধ্যেই বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ শনিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরের বাঘেরখালে ‘পরিবেশবান্ধব ব্লক ইট (ইকো ইট) ইন্ডাস্ট্রি’র উদ্বোধনকালে তিনি এ কথা জানান। একই স্থানে ‘সাধ্যের মাধ্যে স্বপ্নের বাড়ি’ নামক আরেকটি প্রকল্প উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘ভাটায় ইট পোড়ানো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এগুলো ফসলি জমি নষ্ট করছে। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন প্রমুখ।

উপরে