প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭

ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরন

অনলাইন ডেস্ক
ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত  লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরন

দৈনিক যুগান্তর পত্রিকার ২১ বছরে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত পরিবারের দুই শতাধিক লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

রবিবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার কড়ইগড়া সীমান্তে কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসকাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের সভাপতি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার বড়দল (উওর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আবুল কাসেম।

যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার সমন্বয়কারী সমীর সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.জামাল উদ্দিন,সাধারন সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাদেরখলা সপ্রাবি প্রধান শিক্ষক আবু মোহাম্মদ,চানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান,কড়ইগড়া সপ্রাবি প্রধান শিক্ষক রাশেদা বেগম, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) চাঁনপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আবদুল হামিদ ,থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারি বিট অফিসার এএসআই মো. বেলাল হোসেন,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সুষমা জাম্বিল, ইউপি সদস্য মো.সম্রাট মিয়া,হাজি ইউনুছ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি কয়লা ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম.রাজাই উইকীব সীম যুব সংঘ’র অর্থ সম্পাদক শশধর দ্রং.সমাজসেবক মো.তছকির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রেসকাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ।
সমাবেশে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার পক্ষ হতে উপজেলার বাদাঘাট উওর, বড়দল উওর, শ্রীপুর উওর এ তিন ইউনিয়নের সীমান্তবর্তী ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত দুই শতাধিক পরিবারের লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।

একই সমাবেশে উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত পরিবারের শারিরীক প্রতিবন্ধী কিশোরী গীতী সাংমাকে চিকিৎসা সহায়তা তহবিলে নগদ সাড়ে ৫ হাজার টাকা নতুন জামা, শীত বস্ত্র,চাঁদর,খাদ্য সহায়তা, বিশ পদের নানা সামগ্রীর প্যাকেট তুলে দেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ।  

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর নারী নেত্রী মেরিনা দ্রিব্রা, নবাগত লেখিকা জায়েদা আক্তার শিউলী,তাহিরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সাবেক চেয়ারম্যান পরিতোষ মারাক, প্রত্বতও¦ অধিদপ্তর চট্রগ্রাম ও সিলেট বিভাগ’র চীফ ফটোগ্রাফার মো. নুরুজ্জামান, বালু পাথর ব্যবসায়ী বিল্লাল মিয়া, মজিবুর রহমান, আলীম উদ্দিন,খাইরুল ইসলাম,স্বজন বাবুল আহমেদ তালুকদার,শিহাব সরোয়ার শিপু,জিলহজ, দৈনিক আমার বার্তার সুনামগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন, এসএ টিভির ক্যামেরাপার্সন মিজানুর রহমান রুমান,দৈনিক সিলেটের দিনকাল প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আহমদ কবীর, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি সামছুল আলম আখঞ্জি,ফটোগ্রাফার তৌফিক, আলমগীর হোসেন প্রমুখ।

সুধী সমাবেশ প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাদাঘাট সরকারি  কলেজ ছাত্রলীগ নেতা তারেক আল মামুন, বাইবেল পাঠ করেন সেসৗরভ দিব্রা, গীতা পাঠ করেন যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার সমন্বয়কারী সমীর সরকার।

পড়ন্ত বিকেলে অতিথিগণ, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্বজন, উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহনে লাউরেরগড়-মহেষখলা সীমান্ত সড়কে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

উপরে