প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০১

ট্রলারডুবিতে নিহত রোহিঙ্গারা ক্যাম্পের বাইরের: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
ট্রলারডুবিতে নিহত রোহিঙ্গারা ক্যাম্পের বাইরের: পররাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের বহনকারী মালয়েশিয়াগামী যাত্রীবাহী ট্রলার ডুবে মারা যাওয়া ১৫ রোহিঙ্গা ক্যাম্প থেকে নয় বরং বাইরে অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের রোহিঙ্গারা ১৯৯২ সালে এসেছে। তারা অনেকে ক্যাম্পে আছে, বাইরেও অনেকেই আছে। হয়তো বাইরে থাকা রোহিঙ্গারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে এমন ঘটনা ঘটেছে। তবে মুত্যুর বিষয়টি দুঃখজনক।’

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে সাগরে রোহিঙ্গাদের রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার সকাল সাতটার দিকে সেন্টমার্টিন দ্বীপের সাত থেকে আট কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যথেষ্ট নিরাপত্তা রেখেছি, যারা আমাদের ক্যাম্পে আছে। তাদের (রোহিঙ্গাদের) আমরা ইদানীং কাঁটাতারের বেড়া দিয়ে রাখতে চাচ্ছি। তারপরও বিষয়টি আমরা দেখব।’

অবৈধ অভিবাসন রোধে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদারে নজর দিতে হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

উপরে