প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১৬

পর্যায়ক্রমে সবাইকে বয়স্কভাতা : সংসদে সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
পর্যায়ক্রমে সবাইকে বয়স্কভাতা : সংসদে সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে সকল ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ এবং ৬২ বা তদূর্ধ্ব বয়সের নারীদের ভাতা প্রদানের পরিকল্পনা আছে সরকারের।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে মীর মোস্তাক আহমেদ রবির (সাতক্ষীরা-২) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে প্রতিবছরই বয়স্কভাতা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি করা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে সারা দেশে ৪৪ লাখ মানুষকে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। সেই হিসেবে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে সকল ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ এবং ৬২ বা তদূর্ধ্ব বয়সের নারীদের ভাতা প্রদান করবে সরকার।
উপরে