প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৬:০০

২১০০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

অনলাইন ডেস্ক
 ২১০০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ২১০০ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই।

আজ রোববার দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রিত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।

নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বই বিতরণে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বারের সভাপতি আলী হোসেন শিশির ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।

উপরে