প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১২:২৪

আট মাসে রেমিট্যান্স এক হাজার ২৫০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
আট মাসে রেমিট্যান্স এক হাজার ২৫০ কোটি ডলার

রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনার পর থেকে প্রতিমাসেই বাড়ছে এর প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা।

গত অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স আসে ১ হাজার ৪১ কোটি ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ শতাংশেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরে ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে ১৪৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে রেমিট্যান্স আসে ১৩১ কোটি ডলার। এই হিসেবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে সাড়ে ১০ শতাংশের বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। পাশাপাশি দর বৃদ্ধি অব্যাহত আছে। আবার এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন উপায়ে ঘরের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগও রেমিট্যান্স বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে।

প্রণোদনার অর্থ পরিশোধের জন্য চলতি অর্থবছরের বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। কোনো ঝামেলা ছাড়াই সুবিধাভোগীকে প্রণোদনার অর্থ দেওয়ার ব্যবস্থা করতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অনেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন।

উপরে