প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৬:০০

গ্রামীণফোন বিষয়ক জটিলতার ‘সন্তোষজনক’ সমাধান চায় নরওয়ে

অনলাইন ডেস্ক
গ্রামীণফোন বিষয়ক জটিলতার ‘সন্তোষজনক’ সমাধান চায় নরওয়ে

গ্রামীণফোনের কাছে সরকারের বকেয়া পাওনা সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সন্তোষজনক উপায়ে সমাধানে আসতে চায় নরওয়ে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ওসলোর এমন মনোভাব উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নরওয়ের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব তোরে হাটরেম। বৈঠক শেষে দুই সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশে মোবাইল সেবাদাতা অপারেটর গ্রামীণফোনে বড় শেয়ার রয়েছে নরওয়ের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান টেলিনরের।

তোরে হাটরেম বলেন, বৈঠকে গ্রামীণফোন ইস্যুতে আলোচনা হয়েছে। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সন্তোষজনক উপায়ে এই সমস্যার সমাধান চায় নরওয়ে। যেহেতু বিষয়টি এখন কোর্টে রয়েছে। আমরা আমাদের কিছু উদ্বেগের কথা জানিয়েছি।

বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে সময় বেঁধে দেন আদালত। সেই আদেশ মেনে বিটিআরসিতে এক হাজার কোটি টাকা জমাও দিয়েছে গ্রামীণফোন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা গ্রামীণফোনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে আদালতের নির্দেশে তারা এক হাজার কোটি টাকা জমা দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও এক হাজার কোটি টাকা জমা দেবে। এরপরে কী হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি।

পররাষ্ট্র সচিব বলেন, গ্রামীণফোনে নরওয়েজিয়ান কোম্পানি টেলিনরের শেয়ার আছে। আমরা চাইব এটার সমাধান হোক। এটার সমাধান হলে দুই দেশের জন্য ভালো হবে। আর এতে নরওয়ে থেকে আরও বিনিয়োগ আসবে।

উপরে