প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৩:১৫

ফারুকী হত্যার প্রতিবেদন ২৩ এ‌প্রিল

অনলাইন ডেস্ক
ফারুকী হত্যার প্রতিবেদন ২৩ এ‌প্রিল

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ এ‌প্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার মামলার প্র‌তিবেদন দা‌খিলের দিন ধার্য ছিল। কিন্তু নির্ধা‌রিত দিনে তদন্তকারী সংস্থা সিআইডি এ মামলার প্রতিবেদন দাখিল করে‌নি। তাই ঢাকার মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট শা‌হিনুর রহমান প্র‌তিবেদন দা‌খিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজা বাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা ফারুকী। ওইদিন এশার নামাজের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা করে।

ওই ঘটনায় পরে তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আসা‌মিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এক‌টি হত্যা মামলা করেন। মামলা‌টি এখন সিআই‌ডি তদন্ত করছে।

উপরে