প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৫:৩৮

প্রয়োজন হলে স্কুল বন্ধের চিন্তা করবো: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রয়োজন হলে স্কুল বন্ধের চিন্তা করবো: পররাষ্ট্রমন্ত্রী

করোনার মোকাবিলায়  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রয়োজন হলে স্কুল-কলেজ বন্ধের চিন্তা-ভাবনা করবো।’

আজ রোববার (১৫ মার্চ) দুপুরে ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা’ শীর্ষক  সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে তিন জন সুস্থ হয়ে গেছেন। আক্রান্ত ৫ জনের তিন জন এসেছেন ইতালি থেকে, একজন এসেছেন জার্মানি থেকে।’

করোনার বিষয়ে সবার সচেতনা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যে কথাগুলো আসছে, সে বিষয়ে বলতে হয়, স্কুলের শিক্ষার্থীরা তো করোনায় আক্রান্ত নয়। স্কুলে থাকলে হাত ধুতে হয়, পরিষ্কার থাকতে হয়। আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে স্কুল বন্ধ হয়নি। যখন আমরা প্রয়োজন মনে করবো, তখন  স্কুল বন্ধের চিন্তা-ভাবনা করবো।’

করোনা নিয়ে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য দেশের ১৬ কোটি মানুষকে রক্ষা করা। যে সব দেশে করোনাভাইরাস বেশি মাত্রায় দেখা গেছে, সে সব দেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করেছে দেশটির সরকার। আমরাও সে অনুয়ায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।

উপরে