প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৫:৩৯

১৮ মার্চ থেকে সারাদেশে দেয়া হবে হাম-রুবেলার টিকা

অনলাইন ডেস্ক
 ১৮ মার্চ থেকে সারাদেশে দেয়া হবে হাম-রুবেলার টিকা

আগামী বুধবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ পালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের এক ডােজ হাম-রুবেলা টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এ ক্যাম্পেইন সফল করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪ টি ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত পরিচালনা করা হবে। ১৮ থেকে ২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৮ থেকে ১১ মার্চ কমিউনিটিতে এ কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ইতােমধ্যে প্রয়ােজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গুলশান-২ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, এ কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির দশটি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

এসম উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ ঊর্ধতন কর্মকর্তারা।

উপরে